চন্দনাইশে গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সঙ্গীতালয়ে মহান শহীদ দিবস পালিত

5
9

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম জেলায় চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া আর্ট স্কুল এন্ড সংগীতালয়’র উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-১৯ পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার সারাদিন ব্যাপি প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক মো. নুরুল আলম’র পরিচালনায় আর্ট স্কুল প্রাঙ্গণে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলার শিল্পকলা একাডেমীর চিত্রাংকন প্রশিক্ষক অধ্যাপক টিকলু দে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে চিত্রাংকন প্রশিক্ষক নাহিদা আক্তার, সমাজসেবিকা আয়েশা বেগম, শিক্ষাবিদ রুনা আক্তার, মুন্নি আক্তার সভাপতিত্ব করেছেন মৌলানা মোঃ শাহীনসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাতৃভাষা আন্দোলন আমাদের স্বাধিকারের প্রথম আন্দোলন। এ আন্দোলনই স্বাধীনতার পথ দেখিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালিদের শিখিয়েছে কোনো অন্যায়ের কাছে বাঙালি যেন মাথা নত না করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।