নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

0
445

স্টাফ রিপোর্টার

নড়াইল কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুইটি বাড়ী ব্যাপক ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। এঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, পুরুলিয়া গ্রামে আধিপত্য বিস্তার, গ্রুপিংসহ বিভিন্ন বিষয় নিয়ে যুবলীগ নেতা জাকাতুর ফকির গ্রুপ ও স্থানীয় ইউ পি সদস্য কোবাদ মোল্যার গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কোবাদ মোল্যার গ্রুপের লোকজন জাকাতুর ফকিরের সমর্থক সাবু ফকিরকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘসের সময় উভয় গ্রুপের অন্তত ১০জন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিক্যেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ তিনকে আটক করে। এসময় প্রতিপক্ষ কোবাদ মোল্যার গ্রুপের আমির হামজা ও আনোয়ার মোল্যার বাড়ীতে ব্যাপক ভাংচুর করে। এলাকায় থমথমে অবন্থা বিরাজ করছে। কালিয়া থানার সেকেন্ড অফিসার এস আই শিমুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।