ভারতের বিপক্ষে দল নিজেদের সেরাটা খেলবে বিশ্বাস অধিনায়ক মাশরাফীর

0
20

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সেমিফাইনালে আশা টিকিয়ে রাখতে মঙ্গলবার ভারতের বিপক্ষে “ডু অর ডাই” ম্যাচে দলকে নিজেদের সেরাটা খেলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মর্ত্তোজা। এই টুর্নামেন্টে শেষ চারে খেলতে হলে ভারত এবং নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের এবং একই সাথে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এখন পর্যন্ত টাইগাররা তিন জইয়ে সাত পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ছয় নম্বরে অবস্থান করছে।

মাশরাফী বলেন, ‘ এই বিশ্বকাপে ভারত খুবই শক্তিশালী একটা দল এবং কাজটা সহজ হবেনা। তবে আমাদের কঠিন ক্রিকেট খেলতে হবে এবং প্রত্যেক বিভাগেই শতভাগ উজার করে দিতে হবে।’ ‘আমরা এখনো টুর্নামেন্টে আছি? হতে পারে আবার নাও হতে পারে। দেখা যাক কি হয়। তবে আমরা এ পর্যন্ত যেভাবে খেলেছি কাল তার চেয়েও আমাদের ভালো খেলতে হবে।’

এ পর্যন্ত ব্যাট হাতে ৪৭৬ রানের পাশাপাশি ১০ উইকেট তুলে নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘ সাকিব নিজের সেরা খেলাটাই খেলছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই সে ভাল করছে। এবারের বিশ্বকাপে সে সেরা পারফরমার। এখনো অনেক কিছুই বাকি আছে এবং আশা করছি অতীতের ন্যায় আগামীকাল সে ভাল করবে এবং ভাল অবস্থানে থেকেই শেষ করবে।’

রোববার এজবাস্টনে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় ভারত। একই মাঠে মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচের আগে মাশরাফী বলেন দুইবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তিনি বলেন,‘ গত দুই তিন বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন তাদের স্পিনাররা অনেক ভাল করছেন। যুজবেন্দ্রা চাহাল ও কুলদীপ যাদব উভয়েই খুব ভাল করছেন। ইংল্যান্ড করেছে বলেই আমরা সেটা করব কিংবা সফল হবো এমনটা চিন্তা আমরা চিন্তা করতে পারিনা। আমাদের ব্যাটিং লাইন আপ খুবই ভাল এবং আমরা নিজ পরিকল্পনায় অটল থাকবো।’ ‘হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা আরো ভাল করতে পারতাম। তবে আমরা যেভাবে খেলছি, নিজস্ব পরিকল্পনায় আমাদের অটুট থাকতে হবে। ইংল্যান্ডে তাদের পরিকল্পনায় অটুট ছিল, আমরা আমাদের পরিকল্পনায়।’ (সূত্রঃ বাসস)