নড়াইলে পৌরসভার প্রধান ফটকে তালাঃ কর্মকর্তা-কর্মচারিদের অবস্থান কর্মসূচী

132
109

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদী প্রদানসহ পেনশন প্রথা চালুরও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতার দাবিতে নড়াইলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের অবস্থান কর্মসূচী পালিত হচ্ছে। আজ সোমবার নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে নড়াইল পৌরসভা কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালিত হয়। সকাল ৯ টা শুরু হওয়া এ কর্মসূচী চলবে বিকাল ৫ টা পর্যন্ত। নড়াইল জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুজ্জামান, নির্বাহী প্রকৌশল গোলাম মোহম্মদ, স্যানেটারী ইন্সপেক্টর সুজন ঘোষসহ অনেকে বক্তব্য রাখেন। এ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস।

বক্তরা অভিলম্বে, পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের দীর্ঘ দিনের দাবি রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদী প্রদানসহ পেনশন প্রথা চালুর করার জোর দাবি জানান এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময় পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে সকল নাগরিক সেবা বন্ধ করে দেয়া হয়। জেলার লোহাগড়া ও কালিয়া পৌরসভায়ও অনুরূপ কর্মসূচী পালিত হয়।