নড়াইল সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের ২ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

5
34

স্টাফ রিপোর্টার

নড়াইলে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য ৩য় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সদর উপজেলার প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জেলা ও উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আজ (১ম দিনে) ৬৭২জন প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার এবং আগামীকাল ২য় দিনে ১১৫৩ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে নির্বাচনী আইন ও আচরণ বিধি, ভোট গ্রহনের পদ্ধতিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।