চন্দনাইশে এক রাতে তিনটি গরু চুরি

3
19

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম জেলায় চন্দনাইশ পৌরসভায় একরাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ই মার্চ ) ভোর তিনটার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডে চৌধুরী পাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঐ এলাকার বেশীর ভাগ মানুষ পেশায় কৃষক। তার পাশাপাশি প্রায় সবার কাছেই কম বেশি গরু রয়েছে।

বুধবার আনুমানিক ভোর তিনটার দিকে ঐ এলাকার ইয়াকুব মিয়ার (৬৫) ১টি গরু, একই এলাকার ইয়াছিনের (৫৫) ২টি গরুসহ মোট তিনটি গরু চুরি হয়ে যায়। চুরি হওয়া গরু চারটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। ক্ষতিগ্রস্তরা জানান, রাত ১১টার দিকে গরুকে খাদ্য দিয়ে ঘরে ফিরে যান তারা। সকালে গোয়ালঘরে গিয়ে দুটো গোয়ালঘরের দরজা ভাঙা দেখে ভিতরে ডুকেই দেখেন তাদের গরু নেই। কে বা কারা তাদের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে।

সকালে কৃষকরা গোয়ালে গরু দেখতে না পেয়ে পুরো এলাকায় খোঁজ করে কোথাও হদিস মেলেনি। একরাতে দুই বাড়ি থেকে ৩টি গরু চুরি হওয়ার ঘটনার রাখাল, কৃষক ও খামারীদের মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে ক্ষতিগ্রস্থরা বলেন, অভিযোগ করার প্রক্রিয়া চলছে।

চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, গরু চুরির তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু চুরি হওয়ায় কৃষিজীবী পরিবারগুলো অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ প্রসঙ্গে চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএসআই সেলিম বলেন, গরু চুরির ব্যাপারে আমাদের কেউ জানায়নি, লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।