সুনামগঞ্জে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

0
6

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউপির কালিয়াকুটা হাওরে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয়জন। বুধবার (২৫ সেপ্টেম্বর) আরো ৫ জনের ম**রদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এ ঘটনায় এখনো এক জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।

সকালে উদ্ধার চারজন হলেন- দিরাই উপজেলার রফিনগর ইউপির মাছিমপুর গ্রামের আরজ আলীর স্ত্রী রইতনু নেছা (৩৫), একই গ্রামের জাসদ মিয়ার মেয়ে শান্তা বেগম (৪), চরনাচর ইউপির পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৩০) ও একই গ্রামের আজিরুন নেসা (৩০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাছিমপুর গ্রামের শামিম (২), আবির (৩), নোয়ারচর গ্রামের সোহান (২) ও আজমের (২) লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে একটি যাত্রীবাহী নৌকা ২৫-৩০জন যাত্রী নিয়ে উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। পথে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে দমকা বাতাসে নৌকাটি ডুবে যায়।