নড়াইলে জাতীয় পাট দিবস পালিত

1
26

স্টাফ রিপোর্টার

“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল জাতীয় পাট দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুুমান আরা।

এ সময় স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক, এনজিও, পাট ব্যবসায়ী, পাট চাষী, প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।