বসানো হলো পদ্মা সেতুর চতুর্থ স্প্যান

1953
19

ডেস্ক রিপোর্ট

শরীয়তপুর জেলার জাজিরার নাওডোবা প্রান্তে আজ (রোববার) সকালে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যানটি বসানোর মধ্যদিয়ে পদ্মা সেতুর ৬শ’ মিটার দৃশ্যমান হল। সেতু বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ৭টার দিকে ক্রেন দিয়ে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপরে ১৫০ মিটার দৈর্ঘ্যরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়।

স্প্যান বসানোর আরও কিছু টেকনিক্যাল কাজ চলমান রয়েছে। তৃতীয় স্প্যানটি বসানোর মাত্র ২ মাসের ব্যবধানে চতুর্থ স্প্যানটি বসানো হলো। কর্তৃপক্ষ আরও জানায়, চতুর্থ স্প্যানটি বসানোর মধ্যদিয়ে কাঙ্ক্ষিত পদ্মা সেতু দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। চলতি বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। এবং ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও ১৬টি স্প্যান প্রস্তুত রয়েছে। এগুলোর ওপর রং দেওয়ার কাজ চলছে। উল্লেখ্য, পদ্মা সেতুতে মোট ৪১টি স্প্যান বসবে, এখনও ৩৭টি স্প্যান বসানো বাকি রয়েছে।