নড়াইলে আ*ত্মসমর্পণকারী ২ চ*রমপ*ন্থীর কাছে প্রধানমন্ত্রীর অর্থ সয়ায়তার চেক হস্তান্তর

0
28
নড়াইলে আ*ত্মসমর্পণকারী ২ চ*রমপ*ন্থীর কাছে প্রধানমন্ত্রীর অর্থ সয়ায়তার চেক হস্তান্তর
নড়াইলে আ*ত্মসমর্পণকারী ২ চ*রমপ*ন্থীর কাছে প্রধানমন্ত্রীর অর্থ সয়ায়তার চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার

নড়াইলে আ*ত্মসম*র্পণকারী ২ জন প্রকৃত চ*রমপ*ন্থীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সয়ায়তার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের আয়োজনে এ চেক হস্তান্তর করা হয়।

প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ২ জনের কাছে ১লক্ষ টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি নড়াইল সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সভাপতিত্বে জেলা প্রশাসক আনজুমান আরা, খুলনা বিভাগীয় এনএসআইয়ের যুগ্ম পরিচালক এ কে এম মখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, এন এস আই, নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ মোঃ মাসুদ রানা (হেডকোয়ার্টার), অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল), জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

২০১৯ সালের এপ্রিল মাসের ৯ তারিখে পাবনা জেলার শহীদ এ্যাডঃ আমির উদ্দিন ষ্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৪শত ৬৩ জন প্রকৃত চ*রমপ*ন্থী আ*ত্মসম*র্পণ করে। এর মধ্যে থেকে নড়াইলের দুইজন কালিয়া উপজেলার সাতবাড়িয়ার মৃ*তঃ মোঃ আবু বক্কার শেখের পুত্র মোঃ শেখ মুরাদ (৪০) এবং একই উপজেলার খরলিয়া গ্রামের হাবি মীরের পুত্র মোঃ শাহীদ মিরাজ (৩০) কে আজ ৫০ হাজার টাকার চেক দেয়া হল। মোঃ শাহীদ মিরাজ (৩০) এর পক্ষে তার স্ত্রী রিক্তা বেগম চেক গ্রহণ করেন।