নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত

0
16
নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত
নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

নানা আয়োজনে ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬২তম জন্মবার্ষিকী নড়াইলে পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন,নড়াইল এর আয়োজনে “সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ” প্রতিপাদ্যের উপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সংগীত, রচনা, আবৃত্তি প্রতিযোগিতা, বিকালে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, অধ্যাপক মলয় নেই নন্দী, এডঃ মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।