নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের অবসান

0
54

স্টাফ রিপোর্টার

সোমবার (এপ্রিল ১) নড়াইল সদর থানাধীন মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের অবসান হলো। তারাশি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরকত ও সরোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। উক্ত সংবাদ নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর নিকট পৌছালে তাৎক্ষনিকভাবে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মাইজপাড়া বাজার সংলগ্ন এলাকায় “সম্পৃতির বন্ধন” বিষয়ক সভার আয়োজন করা হয় এবং উক্ত সমাবেশে বিবাদমান দুই পক্ষই শান্তির ডাকে সাড়া দিয়ে হাতে হাত মেলায়। তারা এলাকায় আর কোন ধরনের দাঙ্গা সৃষ্টি করবেনা মর্মে শপথ গ্রহণ করে।

এই সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, ওসি, নড়াইল সদর থানা, নড়াইল ০২নং আসনের নির্বাচিত সংসদ সদস্য, জনাব মাশরাফী বিন মোর্ত্তজার পিতা জনাব গোলাম মোর্ত্তজা স্বপন, মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।