নড়াইলে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

0
8

স্টাফ রিপোর্টার

চলতি অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় নড়াইলের কালিয়ার প্রান্তিক কৃষকদের মাঝে আউস ধানের বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রুনু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ আসনের এমপি বিএম কবিরুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ ও সোহেলী পারভীন নিরি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম ও মো.শাহাজান বিশ্বাস, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু প্রমূখ।

চলতি মৌসুমে উপজেলার ৩ হাজার ৫০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানবীজ ও ২০ কেজি সার বিনামূল্যে বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সভা শেষে প্রধান অতিথি ১০ জন কৃষকের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। বাকি কৃষদের মাঝে আজ থেকে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।