লোহাগড়ায় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ইতনা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বরণ

0
9
লোহাগড়ায় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ইতনা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বরণ
লোহাগড়ায় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ইতনা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক আজীবন স্বীকৃতি প্রাপ্ত ঐতিহ্যবাহী ইতনা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টীক ও পুষ্পবৃষ্টিতে বরণ করে নেয়া হয়েছে। কলেজের শিক্ষক, গভর্নিংবডি ও স্কাউট সদস্যরা নবাগতদের বরণ করে নেন।

বরণ অনুষ্ঠানে ইতনা স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সদস্য শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ইতনা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিদ্য কুমার সরকার ,সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম,সদস্য এ্যাডঃ আশরাফুল আলম দিপু, সাবেক ভিপি মুস্তাফিজুর রহমান হবি,কাজি ওয়াহিদুর রহমান, মোসাম্মাৎ ঝর্না পারভীন, ইজাবুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহাররোধ এবং প্রকৃতি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।