সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নে নড়াইলে মানববন্ধন

0
7
সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নে নড়াইলে মানববন্ধন
সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নে নড়াইলে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১০ টায় নড়াইল- যশোর সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল জেলা শাখার সাধারব সম্পাদক ও পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা মোঃ শামীমূল ইসলাম টুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা মোঃ আ ন ম নাজমুল হক, ডাঃ মায়া রানী বিশ্বাসহ অনেকে। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মকর্তা-কর্মিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘঠনের কর্মিসহ বিভিন্ন অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা, বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রতি আহবান জানান।