নড়াইলে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা

0
4
নড়াইলে বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা
নড়াইলে বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার

নড়াইলে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু পরিষদ, নড়াইল জেলা শাখা এর আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাংকন বিভাগে ৪টি ও দেশাত্মবোধক সংগীতে ৩টি গ্রুপে ২শতাধিক শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

পরে বিকেল ৩ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু পরিষদ, নড়াইল জেলা শাখার আহবায়ক ড.তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র ও জেলা আ’লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন প্রধান, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।