নড়াইলে দুই দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

1
19
নড়াইলে সদর উপজেলা পর্যায়ের ২ দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন
নড়াইলে সদর উপজেলা পর্যায়ের ২ দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০ এর আওতায় সদর উপজেলা পর্যায়ের ২ দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল টেবিল টেনিস একাডেমিতে জেলা ক্রীড়া অফিস, নড়াইলের আয়োজনে এ প্রতিযোগিতা শেষে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রেশাসক আনজুমান আরা।

এ প্রতিযোগিতায় ৭ টি গ্রুপে সদর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ৬০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। গ্রুপের প্রথমস্থান অধিকারীরা হলেন- বালক (মধ্যম) প্রথম- রুদ্র দেবনাথ, বালক (বড়) প্রথম- এস এম দাহির সুলতান, বালক (নতুন গ্রুপ) প্রথম- রাতুল, বালক (ছোট) প্রথম- তানজীম হক ছামীম, বালিকা (ছোট) প্রথম- সাজিয়া আফরা, বালিকা (মধ্যম) প্রথম- শ্রাবনী দেবনাথ রানী, বালিকা (বড়) প্রথম- সামান্তা হোসেন তুশী।

জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস উপ-কমিটির সভাপতি মোঃ তহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তার মোঃ কামরুজামান, জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস উপ-কমিটির সাধারণ সম্পাদক খোন্দকার আল মামুন বিল্লাহ, জাতীয় পর্যায়ে টেবিল টেনিস আম্পায়ার মোঃ ইসমাইল হোসেন, জেলা ক্রীড়া অফিস ও টেবিল টেনিস একাডেমির কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ খেলোয়াড়বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।