নড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

0
3
নড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত
নড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প সহোযোগিতায় উপজেলা পর্যায়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিুর রহমান। পরে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ প্রদর্শনীর ষ্টলগুলো পরিদর্শন করেন।

প্রদর্শনী শেষে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা. এস এ এম আতিকুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর পৌর মেয়র আঞ্জুমান আরা, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিল্লুর রহমানসহ শতাধিক খামারী উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগীসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়।