নড়াইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের সাথে গণটিকা বিষয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

0
1
নড়াইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের সাথে গণটিকা বিষয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের সাথে গণটিকা বিষয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখে করোনা প্রতিরোধে সারা দেশে ১ (এক) কোটি মানুষকে গণটিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর সভাপতিত্বে করোনা প্রতিরোধে গণটিকা প্রদানের বিষয় নিয়ে নড়াইলসহ সারা দেশের জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা প্রান্তে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সাবরিনা ফ্লোরা।

নড়াইল প্রান্তে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জ/ন ডা. নাছিমা আক্তার, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, উপজেলা নির্বাহী অফিসারগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ভিডিও কনফারেন্সে জানানো হয়, নড়াইল জেলায় মোট জনসংখ্যা ৮ লক্ষ ৫৩ হাজার ৩৬২ জন। করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতার জাতীয় লক্ষ্যমাত্রা শতকরা ৭০ ভাগ। সে হিসাবে নড়াইল জেলায় করোনা টিকাদানের লক্ষ্যমাত্রা ৫লক্ষ ৯৭ হাজার ৩৫৩জন (শতকরা ৭০ ভাগ)। ইতোমধ্যে নড়াইল জেলায় ৫ লক্ষ ৪৭ হাজার ১৩৫ জনকে ১ম ডোজ টিকা দেয়া হয়েছে অর্থাৎ ৬৪ দশমিক ১১ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি আছে ৫০ হাজার ২১৮জন অর্থাৎ ৫ দশমিক ৮৯ শতাংশ।