নড়াইল মুক্ত দিবস উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান পরিবেশন

10
19
নড়াইল মুক্ত দিবস উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান পরিবেশন
নড়াইল মুক্ত দিবস উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান পরিবেশন

স্টাফ রিপোর্টার

শুক্রবার ১০ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান পরিবেশনা মঞ্চস্থ করা হয়। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এ জারিগানের অয়োজন করে।

রাতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মনোজ্ঞ এ পরিবেশনায় অনুষ্ঠিত হয়। পরিবেশনায় অংশ নেন নড়াইলের প্রয়াত জারি সম্রাট মোসলেম উদ্দিনের ছেলে অধ্যক্ষ মোঃ রওশন আলী বয়াতী ও বাগেরহাটের নাসিমা আক্তার। এতে গুরু-শিষ্য পালা উপস্থান করা হয়। জারিগানের রীতি অনুযায়ী পালায় অংশ নেয়া দুই শিল্পী একে অন্যকে ছন্দে ছন্দে প্রশ্ন এবং প্রশ্ন খন্ডনে মোট চার পর্বে সাজানো এ মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জমজমাট এ পরিবেশনা উপভোগ করতে নারিপুরুষ নির্বিশেষে ব্যাপক দর্শক সমাগম ঘটে। শীত উপেক্ষা করে মাঝরাত পর্যন্ত দর্শক শ্রোতারা গান উপভোগ করেন।