নড়াইলে ডিসি অফিসের কর্মচারীর হাতে মুক্তিযোদ্ধা লা/ঞ্ছিতের প্রতিবাদে অবরোধ

10
9
নড়াইলে ডিসি অফিসের কর্মচারীর হাতে মুক্তিযোদ্ধা লা/ঞ্ছিতের প্রতিবাদে অবরোধ ও প্রতিবাদ
নড়াইলে ডিসি অফিসের কর্মচারীর হাতে মুক্তিযোদ্ধা লা/ঞ্ছিতের প্রতিবাদে অবরোধ

স্টাফ রিপোর্টার

নড়াইল মুক্ত দিবসের অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ তার অনুসারী কয়েকজন কর্মচারীর হাতে দুইজন বীরমুক্তিযোদ্ধাকে লা/ঞ্ছিত করার প্রতিবাদের নড়াইলে সড়ক অবরো/ধ ও প্রতিবা/দ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নড়াইলের বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযো/দ্ধা সন্তান সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। শহরের রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিবা/দ সভা শেষে কমপ্লেক্সের সামনে নড়াইল-যশোর সড়কে বিজয়ের মাসে ১৬ মিনিটের অবরো/ধ কর্মসূচি পালিত হয়। অবরোধকালে আগামী ২৪ ঘন্টার মধ্যে ডিসি অফিসের নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ দো/ষী কর্মচারীদের চাকুরী থেকে বরখা/স্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেল দাবি জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হু/মকী দেয়া হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত অনুষ্ঠান শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন ও বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুকে লাঞ্ছিত করে ডিসি অফিসের কর্মচারীরা।

এসময় ভিডিওধারণকালে এসএ টিভির নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তারের নিকট থেকে জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়া হয়। এ ঘটনায় বীরমুক্তিযো/দ্ধা ও সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।