নড়াইলে না/রীর প্রতি সহিং/সতা বন্ধে মতবিনিময় সভা

6
10
নড়াইলে না/রীর প্রতি সহিং/সতা বন্ধে মতবিনিময় সভা
নড়াইলে না/রীর প্রতি সহিং/সতা বন্ধে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

নড়াইলে না/রীর প্রতি সহিং/সতা বন্ধে তরুণ সংগঠকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে হোটেল চিত্রার কনফারেন্স রুমে নড়াইল ভলেন্টিয়ার্স এর আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেলখ্যাত আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কারে-২০২০ ভূষিত সামাজিক সংগঠন নড়াইল ভলেন্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা কিশোর সাদাত রহমান সাকিব, নড়াইল ভলেন্টিয়ার্সেও আইসিটি সম্পাদক অর্ণব ঘোষ, মানবিক নড়াইলের হুমায়রা হক, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের শামীম হোসেন, উদ্দীপ্ত তারুন্যের নাসিম সিকদার প্রমুখ।

তরুণ সমাজসেবক সাদাত রহমান সভায় উপস্থিত তরুণ সংগঠকদের জন্মস্থানে না/রীর প্রতি সহিং/সতা বন্ধে ক্যাম্পেইন সম্পর্কে অবগত করেন এবং জে/ন্ডার, পাবলিক প্লেসে সহিংসতা বন্ধে যৌ/ন হ/য়রানি, ক/লংক ও ভি/কটিমাইজিং-এর মৌলিক বিষয়ে জ্ঞাত করেন। সভায় নড়াইলের ৮টি সামাজিক সংগঠনের ৪০জন সংগঠক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনডিপিসহ ৪টি প্রতিষ্ঠানের মানবাধিকার কর্মসূচীর আওতায় জন্মস্থানে না/রীর নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে কাজ করছে নড়াইল ভলেন্টিয়ার্স।