নড়াইলে লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থদের মাঝে মাস্ক ও রান্না করা খাবার বিতরণ

1
3
নড়াইলে লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থদের মাঝে মাস্ক ও রান্না করা খাবার বিতরণ
নড়াইলে লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থদের মাঝে মাস্ক ও রান্না করা খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় ,দুস্থদের মাঝে খাদ্য পরিদর্শক সমিতির পক্ষ থেকে মাস্ক ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নড়াইল খাদ্য গুদাম চত্বরে বাংলাদেশে খাদ্য পরিদর্শক সমিতি, খুলনা বিভাগের আয়োজনে সমিতির সদস্যদের নিজস্ব অর্থায়নে ৪ শত মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপেক্ষিতে, নড়াইল সদরের পৌর এলাকায়, লক ডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায়, দূস্থ, কর্মহীন ভাসমান, ছিন্নমুল মানুষের মধ্যে এ খাবার ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু। জেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক সমিতির খুলনা বিভাগের (ভিপি) মো: মনিরুল হাসানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা,নড়াইল শাখার সভাপতি খাদ্য পরিদর্শক তরুন বালা খাদ্য , খাদ্য পরিদর্শক বিল্পপ কুমার বিশ্বাস, খাদ্য পরিদর্শক, দিপকংর বসু, খাদ্য পরিদর্শক শামিম হাসান, খাদ্য পরিদর্শক সুকান্ত সিকদার, রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ আমিনুর রহমান মিঠু সহ, জেলা খাদ্য পরিদর্শক সমিতি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।