নড়াইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

68
2
নড়াইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত
নড়াইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রণিসম্পদের প্রদর্শণীর আয়োজন” এই শ্লোগনকে সামনে রেখে নড়াইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় উপজেলা সদরে একযোগে এই প্রদর্শণী অনুষ্ঠিত হয়। নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনাসভা হয়েছে।

আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপত্বিতে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান,বিশেষ অতিথি পৌর মেয়র আনজুমান আরা ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ জিল্লুর রহমানসহ আরো অনেকে। শিল্পকলা একাডেমী মাঠ চত্বরে অর্ধশতাধিক প্রাণিসম্পদ প্রদর্শণী স্টল স্থাপন করা হয়েছে। সন্ধা পর্যন্ত এ প্রদর্শনী চলবে এবং পশু পাখি সর্ম্পকিত নানা বিষয়ে খামারিদের পরামর্শ দেবেন প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা ।