নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মাচ-এর ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন

4
15
নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মাচ-এর ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন
নড়াইলে হাজারো কণ্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মাচ-এর ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন

স্টাফ রিপোর্টার

নড়াইলে হাজারো কন্ঠে বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রোববার (৭ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে হাজার কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এই উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে বাংলাদেশের মানচিত্রের চিত্র সাজানো হয়, উড়ানো হয় ৬০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা। শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করে।

এর পূর্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে নড়াইল শহরের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস বোস, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে জেলা পুলিশ ও বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।