“বঙ্গবন্ধুকে যারা স্বাধীনতার ঘোষক বলে মানতে চান না তাদের হয় মাথা খারাপ না হলে তারা বিপথগামী”

0
7
"বঙ্গবন্ধুকে যারা স্বাধীনতার ঘোষক বলে মানতে চান না তাদের হয় মাথা খারাপ না হলে তারা বিপথগামী"

স্টাফ রিপোর্টার

রবিবার (৭ মার্চ) নড়াইলে জজশীপের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সি মোঃ মশিয়ার রহমান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী খন্দকার, সিনিয়র সহকারী জজ তাকিয়া সুলতানা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্সেদা, বারের সভাপতি এ্যাডঃ উত্তম কুমার ঘোষ, সেক্রেটারী এ্যাডঃ মোঃ মাসুদুল হাসান কায়েস, পিপি এ্যাডঃ ইমদাদুল ইসলাম, এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বিচারক মণ্ডলী অতিরিক্ত পিপি, পুলিশের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জজশীপের কর্মচারী বৃন্দ।

সভাপতি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক হিসাবে মানতে চান না তাদের হয় মাথা খারাপ না হলে তারা বিপথগামী।