নড়াইলে সামাজিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাইকিং প্রচারণা

1
12
নড়াইলে সামাজিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাইকিং প্রচারণা
নড়াইলে সামাজিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে মাইকিং প্রচারণা

স্টাফ রিপোর্টার

নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধ, বাল্য /বি/য়ে এবং নারী ও শি/শু নি/র্যা/তন প্রতিরো/ধে জনসচেতনতা সৃষ্টির জন্য দুইদিনব্যাপী মাইকিং প্রচারণা চালানো হয়েছে। দুদিন ধরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও জে/ন্ডার জাষ্টিস এ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচার-প্রচারণা চালানো হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মোঃ বকুল আলী জানান, কোভিড-১৯ প্রতিরোধে জনগণের মাঝে টীকা গ্রহণে উৎসাহ সৃষ্টি, বাল্য বি/বাহ ও নারী শি/শু নি/র্যা/তন প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে নড়াইল শহরের রূপগঞ্জ, ভিক্টোরিয়া কলেজ, পুলিশ লাইনস্, মুচিরপোল, ভওয়াখালী, পুরাতন বাসটার্মিনাল, মহিষখোলা, গোচর সহ পৌরসভার বিভিন্ন এলাকা, সদর উপজেলার আউড়িয়া, তুরারামপুর, মাইজপাড়া, হবখালী, শাহাবাদ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।