নড়াইলে দলিল লেখক সমিতির সাবেক সভাপতির মৃত্যুতে কলম বিরতী ও দোয়া

3
22
নড়াইলে দলিল লেখক সমিতির সাবেক সভাপতির মৃত্যুতে কলম বিরতী ও দোয়া
নড়াইলে দলিল লেখক সমিতির সাবেক সভাপতির মৃত্যুতে কলম বিরতী ও দোয়া

স্টাফ রিপোর্টার

নড়াইলে সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতানের মৃত্যুতে সদর সাব রেজিষ্ট্রি অফিসের সকল সদস্যরা দিন ব্যাপী কলম বিরতী পালন সহ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে রেজিষ্ট্রি অফিসের রেস্তোর শেডগৃহে দলিল লেখক সমিতির উদ্ব্যেগে শোক বই প্রকাশ, কলম বিরতী, শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠণটি। শোক সভায় দলিল লেখক সমিতির সভাপতি মোঃ শাহিদুল হক মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর সাব রেজিষ্টার মোঃ শাহজাহান আলী মোল্যা। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচীব ও নব নির্বাচিত নড়াইল পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনিসুর রহমান, সমিতির সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান ভিকু, লেখক নেতা মোঃ আল আমিন প্রমুখ।

এ সময় লেখক সমিতির সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, কার্যকারী সদস্য মোঃ তারিক হাসান, মোঃ বখতিয়ার রহমান, কাজী রাকিবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আরমান আলী খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুকুল, লেখক নেতা মোঃ শাহিনুর রহমান, মোঃ তোফায়েল বিশ্বাস,মোঃ তরিকুল ইসলাম, মোঃআমিনুর রহমান, শেখ নজরুল ইসলাম ইজাজ সহ প্রায় ৩০০ লেখক এ সকল কর্মসূচীতে অংশ গ্রহণ করে।

বক্তারা প্রত্যেকেই কান্নাজনিত কণ্ঠে প্রয়াত লেখক মোঃ টিপু সুলতানের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মোঃ টিপু সুলতানসহ নড়াইলের লেখক সমিতির সকল মৃত্যু লেখকদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া পরিচালনা করেন সদর সাব রেজিষ্ট্রি অফিসের খতিব মাওলানা রেজাউল করীম।

উল্লেখ্য, মোঃ টিপু সুলতানের এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা রেজিষ্ট্রার মোঃ আব্দুর রহীম,সদর সাব রেজিষ্ট্রার মোঃ শাহজাহান আলী মোল্যা,অফিস করণিক মোছাঃ হোসনেয়ারা,১ম এক্সট্রা মোহরার দিলারা বেগম, মোছাঃরাশিদা বেগম, এক্সট্রা মোহরার সমিতির সভাপতি/সাধারণ সপাদক, দলিল লেখক সমিতির নেত্রীবৃন্দ,স্ট্যাম্প ভ্যান্ডার তিলক কান্তি বিশ্বাস, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম,স্বপ্নেরখোঁজে ফাউন্ডেশন, উশার আলো, ০৪নং ওয়ার্ড কাউন্সিলর সর্মকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেত্রীবৃন্দ।