নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0
9
নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার

“দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও দিবসের তাৎপর্য এবং সচেতনতা বৃদ্ধি মূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (চঃদাঃ) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল কবির টুকু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারি,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। দিবসের তাৎপর্য এবং দুর্যোগ মোকাবিলায় কি কি করনীয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ে সভায় আলোচনা কার হয়।