নড়াইলে পা’চার ভি’কটিম সা’র্ভিস সহা’য়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

4
4

স্টাফ রিপোর্টার

নড়াইলে মানব পা’চার হয়ে যাওয়া ভি’কটিম সার্ভিস সহা’য়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার (৩০ নভেম্বর) নড়াইল জেলা প্রশা’সকের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। জা’স্টিস এন্ড কেয়ার এর আয়োজনে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিঃজেলা ম্যা’জিষ্ট্রে’ট সুমী মজুমদার, জেলা গোয়েন্দা শাখার অতি বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিঃ পুলিশ সুপার মো. রিয়াজ।

জা’স্টিস এন্ড কে’য়ার এর প্রোগ্রাম ম্যানেজার সিরাজউদ্দিন বেলালের সঞ্চাল’নায় জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিওকর্মী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলার মা’নবপা’চার ও পা’চার হয়ে ফিরে আসা না’রীদের পূনর্বা’সন বিষয়ে আলো’কপা’ত করা হয়। কর্মশালা শেষে সরকারী সে’বামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে পা’চার হয়ে ফিরে আসা ব্যক্তিদের পূনর্বা’সন বিষয়ে নানা কর্মসূচী গ্রহণে সিদ্ধান্ত হয়।