নড়াইলে মহি’লা স্বে’চ্ছাসে’বী সংগঠনের মাঝে ৭লাখ ৬৫ হাজার টাকার চেক বিত’রণ

2
17
নড়াইলে মহি'লা স্বে'চ্ছাসে'বী সংগঠনের মাঝে ৭লাখ ৬৫ হাজার টাকার চেক বিত'রণ
নড়াইলে মহি'লা স্বে'চ্ছাসে'বী সংগঠনের মাঝে ৭লাখ ৬৫ হাজার টাকার চেক বিত'রণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে ২৪টি স্বে’চ্ছাসে’বী মহি’লা সংগঠনের মাঝে ৭লাখ ৬৫ হাজার টাকার চেক বিত’রণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিত’রণ করা হয়।

নড়াইল জেলা প্রশাসন ও ম’হিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে চেক বিত’রণ অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে যুক্ত হন প্রধান অতিথি ম’হিলা ও শি’শু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে জেলা মহি’লা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, জাতীয় মহি’লা সংস্থা, নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, কালিয়া উপজেলা ম’হিলা ভা’ইস চেয়ারম্যান বিউ’টি আক্তার সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন মহি’লা স্বে’চ্ছাসে’বি সংগঠনের প্রতিনিধির, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা ম’হিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানাগেছে, বিশেষ কোটায় দুটি স্বে’চ্চাসে’বী মহি’লা সংগঠনকে ৫০হাজার টাকা করে, ক শ্রেনীর ৫টি সংগঠনকে ৪০হাজার টাকা করে, খ শ্রেণীর ৮টি সংগঠনকে ৩০হাজার টাকা করে এবং গ শ্রেণীর ৯টি সংগঠনকে ২৫ হাজার টাকা করে মোট ৭লাখ ৬৫ টাকার অ’নুদা’নের চেক প্রদান করা হয়।