নড়াইলে ৬শত কৃষকদের মাঝে বী’জ ও সার বিতরণ

4
14

স্টাফ রিপোর্টার

নড়াইলের এক হাজার ছয়শত কৃষকদের মাঝে বিনা মূল্যের সার ও বী’জ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ১২ নভেম্বর বুধবার (১১ নভেম্বর) সকাল ১২টায় সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। বী’জ ও সার বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ পরিচলিক দীপক কুমার রায়, সদরের ইউএনও সালমা সেলিম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, খরিপ মৌসুমে ফলন বৃদ্ধির লক্ষ্যে ৫শত কৃষকের প্রত্যেককে ১কেজি বোরধান বী’জ ও ২০ কেজি সার, ৬ শত কৃষককে জন প্রতি ১কেজি সরিষার বীজ ও ২০ কেজি সার, ২০০ জনের প্রত্যেককে ২কেজি হা’রে ভুট্টা, ১৯০ জনকে মুগ ও ৩০ কেজি হা’রে সার, ১০০ জন কৃষককে ১কেজি হারে গমবী’জ ও ২০ কেজি সার ও ৩০ জন কৃষককে ২৫০ গ্রাম পেয়াজ বী’জ ও ১৫কেজি সার বিতরণ করা হয়েছে।