দেশে করো’নায় মৃ’তের সংখ্যা ৬ হাজার ছা’ড়িয়েছে, সু’স্থ ৩,৩১৬৯৭ জন

3
8
করোনা পরিস্থিতি
করোনাভাইরাস

ডেস্ক রিপোর্ট

দেশে করো’নাভাই’রাস শনা’ক্তের ২৪০তম দিনে করো’নায় আক্রা’ন্ত হয়ে মৃ’তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করো’নাভা’ইরাসে আক্রা’ন্ত হয়ে ২১ জন মৃ’ত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মৃ’ত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাই’রাসে মৃ’ত্যুবরণ করেছেন ৬ হাজার ৪ জন। ক’রোনা শনা’ক্তের বিবেচ’নায় আজ মৃ’ত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৬ অক্টোবর থেকে মৃ’ত্যুর একই হা’র বিদ্যমান রয়েছে।

আজ স্বা’স্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশা’সন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯১৪ জনের নমু’না পরী’ক্ষায় ১ হাজার ৫১৭ জনের দে’হে করো’নাভা’ইরাস শনা’ক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৪২ জন কম শনা’ক্ত হয়েছেন।

দেশে এ পর্র্যন্ত মোট ২৩ লাখ ৮৯ হাজার ৬৭৭ জনের ন’মুনা পরী’ক্ষায় ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনের দে’হে করো’নাভাই’রাস শনা’ক্ত হয়েছে। মোট পরী’ক্ষার বিবে’চনায় শনা’ক্তের হা’র ১৭ দশমিক ৩৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হা’র ছিল ১৭ দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করো’নাভাইরাসে আ’ক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপা’তাল এবং বাসায় মিলিয়ে সু’স্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন। এ পর্যন্ত সু’স্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন। (সূত্রঃ বাসস)