খাস ফু’ডকে ১০ হাজার টাকা জরিমা’না

4
9
খাস ফু'ডকে ১০ হাজার টাকা জরিমা'না
খাস ফু'ডকে ১০ হাজার টাকা জরিমা'না

ডেস্ক রিপোর্ট

কুমিল্লার বা’দুরতলা এলাকার খাস ফু’ড শো রুমকে ১০ হাজার টাকা জরিমা’না করেছে ভোক্তা অধিকার অধিদপ্তরের কুমিল্লার কর্মকর্তারা। বৃহস্প্রতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় কুমিল্লা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম খাস ফু’ড শো-রুমে মেয়াদো’ত্তীর্ণ দু’ধ বিক্রির অভিযো’গে নগদ ১০ হাজার টাকা জরিমা’না করে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের কুমিল্লা অফিস সূত্রে জানা যায়, এক ক্রেতা ৮৫ টাকা করে ৪ কেজি তরল দু’ধ ক্রয় করেন খাস ফু’ড শো-রুম থেকে। দু’ধের প্যাকেটে মূল্য লেখা থাকলেও উৎপা’দনের তারিখ না থাকায় ওই ক্রেতা কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অফিসে লিখিত অভিযো’গ করেন।

এ বিষয়ে কুমিল্লা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম বলেন, এক ভু’ক্তভো’গীর অভিযো’গে আমরা আজ অভিযা’ন পরিচালনা করি। অভিযোগের সত্যতা পেয়ে খাস ফু’ড শো রুমকে নগদ ১০ হাজার টাকা জরিমা’না করা হয়। সূত্রঃ বাসস