জেলা পরিষদ সদস্য প্রার্থী গোলাম সামদানীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

0
13
জেলা পরিষদ সদস্য প্রার্থী গোলাম সামদানীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
জেলা পরিষদ সদস্য প্রার্থী গোলাম সামদানীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

গৌরীপুর প্রতিনিধি

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলা থেকে (৫ নং ওয়ার্ড) সদস্য প্রার্থী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্থানীয় শতাধিক জনপ্রতিনিধিদের স্বতস্পূর্ত উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এতে গৌরীপুর উপজেলার উন্নয়নকল্পে তাঁর ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক ও সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য এইচ.এম খায়রুল বাসারের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চুর যৌথ সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক ম. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সিধলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকিম, জিয়াউর রহমান জিয়া, নারী কাউন্সিলর দিলুয়ারা আক্তার, রোজিনা আক্তার মিতু, সালেহা আক্তার, বোকাইনগর ইউপি সদস্য বদর উদ্দিন, অচিন্তপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন, ভাংনামারী ইউপি সদস্য সেলিম মিয়া, মাওহা ইউপি সদস্য মানিক মিয়া, মইলাকান্দা ইউপি সদস্য সিরাজুল ইসলাম, রামগোপালপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম রোকন, সিধলা ইউপি সদস্য সুরুজ বাঙ্গালী প্রমুখ।

সংবাদ সম্মেলনে গোলাম সামদানী সুমন বলেন- জননেত্রী শেখ হাসিনার একজন সাধারণ কর্মী হিসেবে এলাকার উন্নয়নে অংশীদার হতে চান। জেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে পারলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন তিনি। গৌরীপুর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে সকল জনপ্রতিনিধিদের রায়, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।