মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে দুঃ*স্থ্য, বিধ*বা ও স্বামী নি*গৃহীতাদের মাঝে ছাগল বিতরণ

5
26
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে দুঃ*স্থ্য, বিধ*বা ও স্বামী নি*গৃহীতাদের মাঝে ছাগল বিতরণ
মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে দুঃ*স্থ্য, বিধ*বা ও স্বামী নি*গৃহীতাদের মাঝে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার

মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে দুঃ*স্থ্য, বিধ*বা ও স্বামী নি*গৃহীতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও ৪০জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা ও ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নেবারলি অর্গানাইজেশন ফর ভলান্টারী এ্যাকটিভিটিস (নোভা) আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পলাশ মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, বিশেষ অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মারুফ হাসান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমিন, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ইতিকা মল্লিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নোভা’র নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস।

প্রশিক্ষণ কর্মশালা শেষে দুঃ*স্থ্য, বিধবা ও স্বামী নিগৃ*হীতা ৪০জন উপকার ভো*গীর মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়। এছাড়া সংস্থার উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে ফলজ গাছের চারা রোপন করা হয়।