মেজর (অব) সিনহা হ*ত্যা মামলায় পুলিশসহ সাত জনের ৭ দিনের রিমা*ন্ড মঞ্জুর

6
16
মেজর (অব) সিনহা হ*ত্যা মামলায় পুলিশসহ সাত জনের ৭ দিনের রিমা*ন্ড মঞ্জুর
মেজর (অব) সিনহা

ডেস্ক রিপোর্ট

মেজর (অব) সিনহা মো. রাশেদ খান হ*ত্যা মামলায় কারাগারে থাকা চার পুলিশসহ সাত জনের ৭ দিনের রিমা*ন্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১২ আগস্ট) কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আদালত নম্বর-৩) তাদের রিমা*ন্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারাহ্।

রিমা*ন্ডভূক্তরা হলেন- পুলিশের কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং টেকনাফের শামলাপুর এলাকার বাসিন্দা মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন। পুলিশের দায়ের করা মামলার সাক্ষী ছিলেন মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন। মঙ্গলবার তারা র‍্যাব কর্তৃক আটক হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) জামিল আহমদ গত ১০ আগস্ট ৪ জন পুলিশের (আসা*মি) বিরুদ্ধে ১০দিনের রিমা*ন্ডের আবেদন করেন। এই ৪ জনকে জেলা কারাগার ফটকে গত ৮ ও ৯ আগস্ট পর পর ২ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সিনহা হ*ত্যাকান্ড নিয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমা*ন্ডের আবেদন করা হয়।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন জানিয়েছেন, গত ৬ আগস্ট আদালত থেকে রিমা*ন্ডের আদেশ পাওয়া এই মামলার অপর ৩ আ*সামি বরখা*স্ত হওয়া টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকত আলী (বরখাস্ত) ও এসআই নন্দলাল রক্ষিত (বরখা*স্ত)কে রিমা*ন্ডে জিজ্ঞাসাবাদের জন্য এখনো তদন্তকারী কর্মকর্তার হেফাজতে নেয়া হয়নি।

অন্যদিকে সিনহা হ*ত্যা মামলায় সন্দেহজনক ও পুলিশের দায়ের করা মামলার সাক্ষী টেকনাফের শামলাপুর এলাকার বাসিন্দা মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিনকে মঙ্গলবার গ্রেফতার করে র‌্যাব। তাদেরকে আজ আদালতে হাজির করে ১০ দিনের রিমা*ন্ডের আবেদন জানায় র‌্যাব। আদালত শুনানী শেষে প্রত্যেককে ৭ দিনের রিমা*ন্ড মঞ্জুর করেছেন। বুধবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন। এই ৩ জন ৩১ জুলাই রাতে মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ হ*ত্যাকা*ন্ডের পর পুলিশের দায়ের করা ২টি মামলার সাক্ষী ছিলেন।

গত ৩১ জুলাই খুন হওয়া মেজর (অব) সিনহা মো. রাশেদ খানের বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদি হয়ে টেকনাফ থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিত, কন্সটেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াসহ ৯ জনকে আ*সামি করা হয়। (সূত্রঃ বাসস)