দেশে করোনা ভাইরাসে মৃ*তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে

4
16
করোনা পরিস্থিতি
করোনাভাইরাস

ডেস্ক রিপোর্ট

দেশে করোনা ভাইরাসে মৃ*তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। বুধবার থেকে গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মৃ*ত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃ*ত্যুবরণ করেছেন ৩ হাজার ৫১৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় মৃ*ত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ৫ আগস্ট থেকে মৃ*ত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের চেয়ে বুধবার ১ জন কম শনাক্ত হয়েছে। মঙ্গলবার ১৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৬ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার থেকে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ২২ শতাংশ। আগের দিনের চেয়ে বুধবার শনাক্তের হার দশমিক ০৮ শতাংশ বেশি।