নড়াইলে ২ ডাক্তারসহ নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত, মোট ৮০২

0
63
দক্ষিণ নড়াইল লকডাউনের খবর গুজব
করোনা ভাইরাস, জনসাধারণের করণীয়

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় ২জন ডাক্তারসহ নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত ৮০২ জন। আজ সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, জেলার সদর উপজেলায় ২৮ জন ও লোহাগড়া উপজেলায় ২জন ডাক্তার ডাঃ শেখ সালাউদ্দিন ও ডাঃ কামরুল ইসলামসহ ১২জন নতুন করে করোনায় আক্রা’ন্ত হয়েছেন। তিনি আরও জানান, আক্রান্ত সবাই নিজ নিজ বাড়ী আই*সোলেশনে আছেন এবং সুস্থ আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত মোট ৮০২ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে সদরে ৩৮৪ জন, লোহাগড়ায় ৩৪৪জন ও কালিয়ায় ৭৪ জনের করোনা পজিটিভ। ১২ জনের মৃ*ত্যু হয়েছে সুস্থ হয়েছে ৪৮৩জন সুস্থ হয়েছে। এখন ২৬৮জন পজিটিভ আছে।

এ পর্যন্ত মোট ৩২৯৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ৩২১৫ টি রির্পোট পাওয়া গেছে, বাতিল হয়েছে ১৮২টি। ৮৩ টি নমুনা পেন্ডিং রয়েছে। এ পযর্ন্ত জেলায় ১৮২৯ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে ১৮২৯ জন। আইসোলেশনে রো*গীর সংখ্যা ৩৬২ জন। হাসপাতালে ভর্তি রো*গীর সংখ্যা ১৬জন।