সঠিকভাবে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রাখতে হবে

6
22
নড়াইলে প্রাথমিক শিক্ষার গুনগত মান-উন্নোয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে প্রাথমিক শিক্ষার গুনগত মানন্নোয়নের লক্ষ্যে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-১) তরুন কান্তি শিকদার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, সহকারি জেলা প্রাথমিক কর্মকর্তা আবু ফতেহ মোহাম্মদ জাহিদ ইকবাল।

সভায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং সঠিকভাবে পাঠদান, শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণসহ শিক্ষার মান্নোয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।