নড়াইলে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত

7
367
দক্ষিণ নড়াইল লকডাউনের খবর গুজব
করোনা ভাইরাস, জনসাধারণের করণীয়

স্টাফ রিপোর্টার

নড়াইলে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সা*র্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত নড়াইল সদরের আউড়িয়া এলাকার ইমদাদুল হক, কালিয়ার শিউলী খাতুনসহ একজস, লোহাগড়ার মোশাররফ হোসেন ও মুন্সী শেখকে তাদের নিজ নিজ বাসায় আই*সোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় সর্বমোট ৮জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৭১জন করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ২৩জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং দুইজন মা*রা গেছেন।

আজ ১২ টি নমুনা সংগ্রহসহ এ পর্যন্ত মোট ৯৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ৯২১ টি রির্পোট পাওয়া গেছে, বাতিল হয়েছে ৯৩টি। ৭৫ টি নমুনা পেন্ডিং রয়েছে। এ পযর্ন্ত জেলায় ১৭৮৩জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, ছা*ড়পত্র পেয়েছে ১৭৬৫ জন। আইসো*লেশনে রো*গীর সংখ্যা ৪৯ জন। হাসপাতালে ভর্তি রো*গীর সংখ্যা ৪ জন।