এপর্যন্ত সারাদেশে করোনায় ৪০৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে

0
22
করোনাভাইরাসঃ নড়াইলে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ সেমিনার ও সকল লোকসমাগম বন্ধ ঘোষণা
করোনাভাইরাস

ডেস্ক রিপোর্ট

গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৭৩ জনের দে*হে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বাধিক ১০ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করে এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। এই ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃ*ত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃ*ত্যুবরণ করেছে ৪০৮ জন।

সারাদেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রো*গীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ২৮ হাজার ৫১১ জন রো*গী রয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৯৫ জন। গতকালের চেয়ে আজ ১৫৬ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬১৭ জন।