নড়াইলে করোনা উপসর্গ নিয়ে মৃ*ত বিশ্বজিৎ রায় চৌধুরীর নমুনা পজিটিভ

5
67
নড়াইলে করোনা উপসর্গে নিয়ে মৃ*ত বিশ্বজিৎ রায় চৌধুরীর নমুনা পজিটিভ
নড়াইলে করোনা উপসর্গে নিয়ে মৃ*ত বিশ্বজিৎ রায় চৌধুরীর নমুনা পজিটিভ

স্টাফ রিপোর্টার

করোনা উপসর্গ নিয়ে মৃ*ত নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বিশ্বজিৎ রায় চৌধুরীর নমুনা পজিটিভ আসছে। মঙ্গলবার (১২ মে) রাতে নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা নমুনা পজিটিভের ব্যাপারে নিশ্চিত করেছেন।

আ*ত্মগোপনে পরিবার, নড়াইলের কালিয়ায় মৃ*তের লা*শ কাঁধে নিলেন ইউএনও, সাংবাদিক

উল্লেখ্য, কালিয়ার বড়দিয়া গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ্বজিৎ রায় চৌধুরী ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। বৃহস্পতিবার ৭মে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসার পর বাড়ির আলাদা একটি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় শনিবার ৯ মে দিনগত রাতে মা*রা যান।

রবিবার (১০ মে) সকালে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের মাঝে মৃ*ত অবস্থায় পাওয়া যায়। সকালে বাড়ির লোকজন তার মৃ*ত্যুর বিষয়টি জানতে পারে। ঐ দিন দুপুরে চোরখালি শ্ম*শানে বিশ্বজিৎ রায় চৌধুরীকে দা*হ করা হয় এবং করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রাতে মৃ*ত বিশ্বজিৎ রায় চৌধুরীর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে এবং তা পজেটিভ বলে জানান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা । তিনি আরো জানান, এ কারণে এলাকা জুড়ে কঠোরভাবে লকডাউন পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।