সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে দোকান-পাট, ক্রেতাদের উপচে পড়া ভীড়

4
76
সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে দোকান-পাট, ক্রেতাদের উপচে পড়া ভীড়
নড়াইলে খুলেছে দোকান-পাট, ক্রেতাদের উপচে পড়া ভীড়

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার করোনা ভাইরাস সং*ক্রমণের কারণে লকডাউন থাকায় দোকান পাঠ দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি সিদ্ধান্তে রোববার (১০ মে) থেকে আবার খোলা হয়েছে। জেলায় এখন চলছে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সীমিত আকারে খোলার কথা থাকলেও সকাল থেকে ছিট কাপড়, শাড়ী কাপড় ও গার্মেন্টসের দোকানে সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে চলছে কেনা বেচা। প্রতিটি ছিট কাপড়, শাড়ী কাপড় ও গার্মেন্টসের দোকান খোলা হয়েছে, দোকনগুলোতে রয়েছে উপচে পড়া ভীড়।

সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে দোকান-পাট, ক্রেতাদের উপচে পড়া ভীড়
সারাদেশের সাথে নড়াইলেও খুলেছে দোকান-পাট, ক্রেতাদের উপচে পড়া ভীড়

ঈদকে সামনে রেখে দোকান খোলার খবর পেয়ে রাস্তা ঘাটে ও বাজারে প্রচুর লোক সমাগম সকাল থেকেই লক্ষ্য করা গেছে। ছিট কাপড়, শাড়ী কাপড় ও গার্মেন্টেসের দোকান ছাড়া অন্যান্য দোকান সীমিত আকারে খোলা হয়েছে।

এদিকে করোনা প্রতিরো*ধে সাধারণ মানুষকে ঘরে রাখতে শনিবার (৯ মে) সকাল থেকে রাত পর্যন্ত নড়াইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪৬ জনকে ৮৭,১০০ টাকা জরিমানা প্রদান করে। এ সময় ৪৬ টি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ জাহিদ হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কমলেশ মজুমদার, সুমা খাতুন, মোঃ আলাউদ্দিন, মোঃ আবদুল্লা আল মুমিন ও সহকারি কমিশনার (ভূমি) কালিয়া, নাজিবুল আলমের নেতৃত্বে শনিবার সারাদিন নড়াইলের বিভিন্ন স্থানে আলাদা আলাদা অভিযান পরিচালিত হয়। এ সময় কাগজপত্র সঠিক না থাকার অ*পরাধে মোটর সাইকেল, প্রাইভেটকার চালক ও নিত্য প্রয়োজনীয় দোকান না হওয়া সত্ত্বেও দোকান খোলার অপরাধে এই জরিমানা করা হয়।