নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে ৩টি জীবাণুনাশক কক্ষের উদ্বোধন

0
20
নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে ৩টি জীবাণুনাশক কক্ষের উদ্বোধন
নড়াইলে করোনা ভাইরাস প্রতিরোধে ৩টি জীবাণুনাশক কক্ষের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইল শহরের কুড়িরডোব মাঠে স্থানান্তরিত কাঁচা বাজারের প্রবেশ মুখে এবং পুলিশ লাইনে চালু করা হল করোনা ভাইরাস প্রতিরোধে ৩টি জীবাণুনাশক কক্ষ।

শুক্রবার (১৭এপ্রিল) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার উদ্যোগে শহরের কুড়িরডোব মাঠে স্থানান্তরিত কাঁচা বাজারের ২টি প্রবেশের মুখে জেলা প্রশাসক আনজুমান আরা এবং বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পুলিশ লাইনের প্রবেশ মুখে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ১টি করোনা ভাইরাস প্রতিরোধে জীবণুনাশক কক্ষ) চালু করেন। পৃথক দিনে চালু করা এ জীবাণুনাশক কক্ষ উদ্বোধনের সময় অন্যান্যেও মধ্যে ছিলেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ।

এই জীবাণুনাশক কক্ষের মধ্যে দিয়ে প্রবেশ করলে তার শরীওে সয়ংক্রীয়ভাবে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। বাষ্পাকারে ছিটানো এই স্প্রে মানুষের শরীর ও পোশাক জীবণুমুক্ত হবে।