করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

4
10
দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দীন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা*রা যান। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হল।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ ডাঃ মইনুল ইসলাম ডালিম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেলের চিকিৎসক মঈনের নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হলে তিনি সিলেট শহরে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ৭ এপ্রিল তার শ্বাসক*ষ্ট বেড়ে গেলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনের জন্য পরদিন বিকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। দু’দিন আগে তাকে লাই*ফ সাপোর্টে নেওয়া হয়। তবে বুধবার ভোরে তিনি মা*রা যান।জানা যায়, সিলেটের ইবনে সিনা হাসপাতালেও নিয়মিত রো*গী দেখতেন তিনি।