বাসমাশিস নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

8
22
বাসমাশিস নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
বাসমাশিস নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (৯মার্চ) দুুপুরে নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার জাকির হোসেন হিরোক সভাপতি ও নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মঞ্জুর হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বিপুল কুমার পাঠক, মোঃ ফিরোজ কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌফিক হাসান, সহ-সম্পাদক- প্রণব গোস্বামী, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক আবু জাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খালিদ হাসান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক কুদরত-ই-আলম, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জাহান এবং সদস্য পদে পিন্টু চন্দ্র রক্ষিত, ফসিয়ার রহমান, শফিউল আলম ও মেহেদী আলম।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে। বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে সম্মেলনে সমিতির স্বার্থ সুরক্ষা, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়াসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি খুলনা অঞ্চলের সভাপতি মমতাজ খাতুন, বিশেষ অতিথি বাসমাশিস খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মঞ্জু, বাসমাশিস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল প্রমুখ।

বক্তারা, তাদের দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সম্মেলনে জেলার বিভিন্ন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।