নড়াইলের কালিয়ায় সংখ্যা লঘুর ওপর বিএনপির হামলা! মামলা দায়ের, আটক ১

3
42
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় সংখ্যালঘুর সম্প্রদায়ের ওপর স্থানীয় বিএনপির হামলার ঘটনায় থানায় মামলা দায়ের। উপজেলার ভোমবাগ সার্বজনিন মন্দিরের সভাপতি তপন খাঁর ওপর বৃহস্পতিবার (৫মার্চ) সন্ধ্যায় ভোমবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে রউব নামে একজনকে পুলিশ আটক করেছে। ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায় আতংকের মধ্যে রয়েছে।

পারিবারিক ও স্থানীয়ভাবে জানা যায়, রাজনৈতিক শত্রুতার জেরে উপজেলার হামিদপুর ইউনিয়নের ভোমবাগ গ্রামে বৃহস্পতিবার (৫মার্চ) সন্ধ্যায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত একই গ্রামের রউব ও আরিফসহ অন্য দুবৃত্তরা ওতপেতে থেকে সার্বজনিন মন্দিরের সভাপতি ও শ্রীবাস খাঁর ছেলে তপন খাঁর (৩৩) ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাত ভেঙ্গে যায় এবং মাথায় রামদায়ের দু’টি কোপে গুরুতর জখম হয় বলে তার পরিবারের অভিযোগ। ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৬মার্চ) শ্রীবাস খাঁ বাদী হয়ে আরিফ ও রউবসহ ৬জনকে আসামী করে কালিয়া থানায় মামলা দায়ের করে।

এ প্রসঙ্গে কালিয়া থানার ওসি মো.রফিকুল ইসলাম বলেন, ‘মামলার তদন্তের পাশাপাশি অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’