নড়াইলে তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী সমাপ্ত

2
39
জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা
নড়াইলে তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী সমাপ্ত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক আনজুমান আরা। সমাপনি অনুষ্ঠানে নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা আইাজপিএস-এর সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, প্রফেসর মুন্সি মোঃ হাফিজুর রহমান, খুলনা কেপিএস-এর সভাপতি নুরুল হক বাবলু প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ৩জনকে নগদ অর্থ প্রদান করা হয়। এ তিন জন হলেন নারায়নগঞ্জের জয় সাহা, কুষ্টিয়ার মো: মাসুদুর রহমান এবং শেরপুরের শাহ্ নেওয়াজ জসিম। প্রতিযোগিতায় ৭০জনকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

জানা গেছে,দেশের ৪৮টি জেলা থেকে ৭০জন ফটোগ্রাফার ৬টি ক্যাটাগারিতে জমা দেওয়া ৫৩০টি ছবির মধ্যে ১০৭টি ছবি বাছাই করে প্রদর্শনী করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারী) থেকে এস.এম সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।