নড়াইলে জেল হ’ত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

0
11

স্টাফ রিপোর্টার

আজ ৩ নভেম্বর জেল হ’ত্যা দিবস। ১৫ আগস্টের পর দেশের দ্বিতীয় কল’ঙ্কময় দিন এটি। পচাত্তরের পনেরই আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নি’র্মম হ’ত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযু’দ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্ম’মভাবে হ’ত্যা করা হয়।

দিবসটি পালন উপলক্ষ্যে নড়াইল জেলা আওয়ামীলীগ জেলা কর্যালয়ে বিকাল ৪ টায় এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বসু , সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, সহ সভাপতি বারের সভাপতি এ্যাডঃ মোহম্মদ আলি, থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচিন চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া নব্য গঠিত নড়াইল জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে পৃথক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।